পাকিস্তানে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির কয়েকটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। এরপর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করা হলো।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং তা কঠোরভাবে মানা হবে।
তিনি বলেন, কারা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করার বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।