রোববারকে সামনে রেখে মাইলস্টোন স্কুল খোলার প্রস্তুতি সম্পন্ন
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে এরইমধ্যে প্রতিষ্ঠানটি খোলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্কুল কর্তৃপক্ষ।
গত ২১ জুলাই ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বাইরে মেইনগেট থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটি ক্লাসরুম এবং প্রত্যেকটি ভবনের ভেতরে ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এমনকি ভেতরের রাস্তাঘাট ও পরিষ্কার করা হয়েছে।