লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর পর জমির মালিককে দখল বুঝিয়ে দিলো আদালত
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রায় ৪৩ বছর পর প্রায় ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমির দখল হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা। উদ্ধারকৃত জমিগুলো রায়পুর-হায়দরগন্জ আঞ্চলিক সড়কের সোলাখালি ব্রিজ সংলগ্নে আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায় অবস্থিত।