আবার নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়
তাওহিদ হৃদয়ের সমস্যা যেন পিছুই ছাড়ছে না। এবার আবারও শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক। গতকাল শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের প্রতি হতাশা প্রকাশ করায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়েছে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির সদস্য ও আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আবদুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।