কোন বয়সে কী কী স্বাস্থ্যপরীক্ষা করা রাখা জরুরি?
আজ হাঁটুতে ব্যথা, তো পেটে ব্যথা ব্যথা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যা লেগেই থাকে। কী থেকে সমস্যা হচ্ছে, তা জানা বা বোঝার চেষ্টা খুব কম জনই করেন। বেশিরভাগ মানুষেরই অভ্যাস হল, অসুস্থ হলেই নিজে থেকে দেখেশুনে একটা ওষুধ খেয়ে ফেলা। অথবা চিকিৎসক পূর্বে যে ওষুধ লিখে দিয়েছিলেন, সেগুলোই আবার কিনে খাওয়া। এতে শরীর তো সারেই না বরং উল্টো সমস্যাগুলো বাড়তে থাকে দিনে দিনে।