আর্কাইভ
লগইন
হোম
জিম্মি
ইসরাইলকে আরো এক জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস
আরো এক ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর আল জাজিরার। ইসরাইলের সামরিক বাহিনী গতকাল সোমবার (২৭ অক্টোবর) জানিয়েছে, হামাসের কাছ থেকে ঐ জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস। গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি গত ১০ অক্টোবর কার্যকর হয়। চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া ২৮ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস। গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এর পূর্বে গত ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন জিম্মির সবাইকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস।
1 দিন আগে