ছুটিরদিনে ঘুরে আসুন বিমান বাহিনী জাদুঘর
ছুটির একটা দিনে যদি পরিবার বা প্রিয়জনের সঙ্গে ঢাকার মধ্যেই একটু ভিন্ন স্বাদের কোথাও সময় কাটাতে চান, তাহলে ঘুরে আসতে পারেন বিমান বাহিনী জাদুঘর থেকে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত স্থানটি সাধারণ মানুষের কাছে ‘পুরোনো বিমানবন্দর মাঠ’ বা ‘বিমানবন্দর পার্ক’ নামে পরিচিত।
বর্তমানে বিনোদনকেন্দ্রটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিস্তীর্ণ খোলা মাঠ, মনোমুগ্ধকর সাজানো পরিবেশ, নানা রকম রাইড, স্ট্রিট ফুড আর ছবি তোলার আকর্ষণীয় লোকেশন, সব মিলিয়ে এটি এখন ঢাকাবাসীর কাছে ঈদের ছুটিতে ঘোরার জন্য চমৎকার এক গন্তব্য।