বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম খুব চড়া
এখনও শীত না এলেও রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও চড়া দামেই বিক্রি হচ্ছে এসব সবজি। একই সঙ্গে গত সপ্তাহের চেয়ে গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে আরও ১০ থেকে ২০ টাকা বেড়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি-শিম ১৬০-২০০ টাকা কেজি, টমেটো ১২০-১৬০ টাকা, গাজর ১২০-১৪০ টাকা কেজি, মুলা ৬০ টাকা কেজি, ফুলকপি (ছোট আকারের) ৬০-৮০ টাকা পিস, বাঁধাকপি ৭০-৮০ টাকা এবং লাউ ৫০-৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।