নুরের সাথে ছবি থাকায় ৫ বার আমাকে ভারতীয় ভিসা প্রত্যাখ্যান করা হয়: বাঁধন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলোচনায় ছিলেন। মাঝে-মধ্যে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি। আজ রোববার (২৫ মে) সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। অভিনেত্রী সেই স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের পর ও আগের বেশ কিছু ঘটনা। কীভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেছেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন বাঁধন।