‘পাসপোর্ট আর জুতোজোড়া আব্বুর কাছে পৌঁছে দিও’: অভিবাসী রায়হান
সাইফ উদ্দিন মো. রায়হানের (২১) শেষ ইচ্ছা পূর্ণ হলেও বাবার বুকে ফিরে আসেনি রায়হান। দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ার পাহাড়ে মৃত্যু হয় তার। মৃত্যুর আগে শেষ ইচ্ছা অনুযায়ী সঙ্গীদের আকুতি করে বলেন- ‘পাসপোর্ট আর জুতোজোড়া আব্বুর কাছে পৌঁছে দিও’।
ঘটনাটি ঘটেছে অবৈধ সড়কপথে দক্ষিণ আফ্রিকায় আসতে গিয়ে জাম্বিয়ার পাহাড়ি জঙ্গলে। মৃত্যুর ৭ দিন পর গত সোমবার রাত ১টায় তার পিতার কাছে খবর পৌঁছায়। তার পিতা সালাউদ্দিন দক্ষিণ আফ্রিকার জোহানেজবার্গের থেম্বিসাতে বসবাস করেন।