আর্কাইভ
লগইন
হোম
সরকারি প্রাথমিক বিদ্যালয়
যশোরে মাধ্যমিকের ৭০ ভাগ বই আসেনি, সংকট নেই প্রাথমিকে
আগামী নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। তবে যশোরে মাধ্যমিক স্তরের প্রায় ৬৮ শতাংশ পাঠ্যবই এখনো জেলা শিক্ষা অফিসে পৌঁছায়নি। এই কারণে শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিকের সব শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই নিয়ে সংকট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, প্রাথমিক স্তরের পাঠ্যবই নিয়ে কোনো সংকট নেই। যশোরে চাহিদার শতভাগ বই পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। বছরের শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সব পাঠ্যবই পাবে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চাহিদার শতভাগ বই ইতোমধ্যে এসে পৌঁছেছে। যশোরে এই বছর ১২ লাখ ৮২ হাজার ৭২৫টি বাইয়ের চাহিদা ছিল। সকল উপজেলা শিক্ষা অফিসে বই পাঠানো হয়েছে এবং সেখান থেকে স্কুলগুলোতে বই বিতরণ করা হচ্ছে। প্রাথমিকে বইয়ের সরবরাহ সন্তোষজনক হওয়ায় শিক্ষকরা বই উৎসব নিয়ে স্বস্তিতে রয়েছেন।
2 দিন আগে