চ্যাটজিপিটিকে প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয়
চ্যাটজিপিটি হচ্ছে— ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেন এআই। এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরা হয়েছে।