বিয়ের পিঁড়িতে ছোটপর্দার অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে?
দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গী হয়েছেন সামিহা রহমান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা দুই জন নতুন জীবনের পথে পা বাড়ালেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি জানান, একই দিন রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন।