চিকিৎসা সহায়তায় বিপ্লবী ছাত্র পরিষদের মেডিকেল টিম গঠন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিপ্লবী ছাত্র পরিষদ জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।
আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহণ, অক্সিজেন ও ওষুধ সরবরাহ এবং হাসপাতাল পর্যায়ে তথ্য সমন্বয় ও মানবিক সহায়তা প্রদান করা হবে।