লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে রাতের অন্ধকারে যৌথ বাহিনীর অভিযান
সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের জরুরি বৈঠকের পর লুণ্ঠিত পাথর সাদা পাথরে ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৈঠকের ৫ সিদ্ধান্তের একটি ছিল সাদা পাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং কোয়ারি এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন।
তারপর বুধবার (১৩ আগস্ট) রাত ৯টায় যৌথ বাহিনী মাঠে নামে এবং রাত ১১টায় সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে রাতের অন্ধকারেই শুরু হয়েছে লুট হওয়া পাথর উদ্ধারের অভিযান। অভিযানে ভোলাগঞ্জ আশপাশের এলাকা থেকে উদ্ধার করা সাদা পাথরের স্তূপ। রাতেই সেগুলো যথাস্থানে রাখতে শ্রমিক নিয়ে কাজ শুরু করে যৌথ বাহিনী। এসব সাদা পাথর ফেরত নেওয়া হচ্ছে যথাস্থানে। এক রাতেই ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, জানান অভিযানিক দলের সংশ্লিষ্টরা।