বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবলের সব ম্যাচ স্থগিত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলীয়সূত্রে নিশ্চিত করা হয়েছে। দেশের শীর্ষ এই রাজনীতিকের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। তার ইন্তেকালে দেশের ক্রীড়াঙ্গনও কার্যত স্থবির হয়ে পড়েছে। আজ ক্রিকেট ও ফুটবলের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের ক্রীড়া অঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের নির্ধারিত বিপিএলের ২টি ম্যাচ স্থগিত করেছে। সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ ২টি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোকসন্তপ্ত পরিস্থিতির কারণে সেগুলো আর মাঠে গড়াচ্ছে না।