১০ বছর আগের ’পোক’ ফিচার আবার আনছে ফেসবুক
ফেসবুক ১০ বছর আগের জনপ্রিয় ফিচার ‘পোক’ নতুন করে নিয়ে আসছে। নিশ্চিতভাবেই ‘পোক’ ফিচার পুরোনো ইউজারদের নস্ট্যালজিয়ায় ফেরাবে। পাশাপাশি তা আকর্ষণ করবে নতুন প্রজন্মকেও। আর সেটাই এখন লক্ষ্য মেটার। আরও বেশি করে জেন জেডকে ফেসবুকের প্রতি আকর্ষিত করা। এখন দেখার বিষয় রিলস, স্টোরিতে বুঁদ থাকা প্রজন্মকে ‘পোক’ ফিচারটিকে কতটা আকর্ষিত করতে পারে।