আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি: চরমোনাই পীর
একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। আর কোন স্বৈরতন্ত্র যাতে জন্ম নিতে না পারে সেজন্য জাতি হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল মঙ্গলবার (০৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত এক বৈঠকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।