যশোর ও কক্সবাজারে দুইটি ১০তলা হাসপাতাল নির্মাণের অনুমোদন
যশোর ও কক্সবাজারে ১০তলা বিশিষ্ট দুইটি হাসপাতাল ভবন নির্মাণের ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একইসঙ্গে কুমিল্লার পুলিশ লাইনের ভবণ নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, কক্সবাজার জেলায় ১০তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ২৩৭ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ১৮৩ টাকা।