বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ভালো নেই। ৮৯ বছরের এই অভিনেতা গত ৪-৫ দিন ধরেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। তবে উদ্বেগের কিছু নেই বলেও জানানো হয়। ধর্মেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ০৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।