ষোড়শী আইনা আসিফ, দুর্দান্ত অভিনয় করে বাজিমাত
ষোড়শী আইনা আসিফ, মাত্র ১৬ বছর বয়সে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। বয়স ১৬ হলেও অভিনয়ে পরিণতির ছোঁয়া।পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘পরওয়ারিশ’-এ ‘মায়া শাহীর’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে যেন বাজিমাত করে ফেলেছেন ষোড়শী আইনা আসিফ।
অভিনয়ে তার চোখেমুখে জেদ, সংলাপে স্পষ্ট আত্মবিশ্বাস, সব মিলিয়ে দর্শকরা মুগ্ধ। এই বিস্ময়কর কিশোরীকে ঘিরে এখন নেটদুনিয়ায় তুমুল আলোচনা। কে এই আইনা? আর ‘পরওয়ারিশ’-এর মতো বড় প্রজেক্টে কাজ করে কত পারিশ্রমিক পেয়েছেন তিনি? উত্তর খুঁজছে হাজারো কৌতূহলী মন।