লন্ডনে সপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি দেওয়া হচ্ছে এই অভিনেতাকে। গত ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে তিনি অবস্থান করছেন একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়।
ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিতভাবে চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার ছাড়া বাকি ৫ দিন হাসপাতালের থেরাপি সেশনে অংশ নিতে হচ্ছে তাকে।