পাঞ্জাবের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান
সম্প্রতি ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সেখানকার কৃষকরা শুধু ফসল হারাননি, চাষজমিও সব তলিয়ে গেছে। মিলছে না পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা।
এক্ষেত্রে পিছিয়ে নেই বলিউড বাদশাহ শাহরুখ খানও। তার সংগঠন মীর ফাউন্ডেশন রাজ্যটির অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুর জেলা থেকে প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়েছে। তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
মীর ফাউন্ডেশন স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসরের সহযোগিতায় বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে ওষুধ, স্যানিটেশন সরঞ্জাম, খাদ্যসামগ্রী, মশারি, ত্রিপল, বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কাজ শুরু করে দিয়েছে।