টানা দুদিন ধরে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন
সম্প্রতি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন ২টি কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছে ভাঙ্গাবাসী। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, মাধুপপুর, মুনসুরাবাদ, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ডসহ ৮টি পয়েন্টে মহাসড়কের গাছ ফেলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে কয়েক হাজার স্থানীয় জনতা।