চায়ের শহর মৌলভীবাজারে তুলনামূলকভাবে কমছে পর্যটকের সংখ্যা
মৌলভীবাজার হলো পর্যটননগরী। আর চায়ের রাজধানী হলো শ্রীমঙ্গল। এই দুই শহরে পর্যটনের ভরা মৌসুমেও তুলনামূলক পর্যটক কম। অনুন্নত সড়ক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটকরা আকর্ষণ হারাচ্ছেন দেশের অন্যতম এই পর্যটনকেন্দ্রের প্রতি।
একসময় এই জায়গাটি দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকলেও, বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা বেশ উদ্বেগের। এমনকি ২০ থেকে ৬০ শতাংশ ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না হোটেলগুলো। ব্যবসা ধরে রাখতে তাই প্রতিমাসে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।