একযোগে এলজিইডির ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান চলছে
বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা, উপজেলা পর্যায়ের ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, ভুক্তভোগীদের নানা ধরনের অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে ঢাকাসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়ে একসঙ্গে এই অভিযান পরিচালিত হচ্ছে।