খুলনায় দৈনিক আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা
দৈনিক আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার (০৯ নভেম্বর) রাতে এহতেশামুল হক শাওন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলা নম্বর-০৯। মামলায় এক আসামীর নাম উল্লেখসহ ১০/১২ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তকে আসামী করা হয়েছে।