আর্কাইভ
লগইন
হোম
কক্সবাজার-চট্টগ্রাম মহসড়ক
চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় ফাঁসিয়াখালী হাঁসেরদিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও ৪ জন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রামমুখী মারছা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত দুইজনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুইটি গাড়িই জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাস ও মাইক্রোবাসের চালকরা পালিয়ে যান।
14 ঘন্টা আগে