জটিল যৌনরোগ নির্মূলে বাজারে আসছে নতুন অ্যান্টিবায়োটিক
বর্তমানে আমাদের দেশে যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। নারী-পুরুষ, উভয়ের ক্ষেত্রেই যৌনরোগের আশঙ্কা সমান থাকে। অনেকসময় রোগের উপসর্গ মারাত্মক পর্যায়ে চলে গেলে তা বন্ধ্যাত্বের কারণও হয়ে উঠতে পারে। যেমন গনোরিয়া রোগ বাসা বাঁধলে গোড়ায় তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে ধীরে ধীরে এর উপসর্গগুলো প্রকট হতে শুরু করে। সিফিলিস, গনোরিয়ার মতো ‘সেক্সুয়ালি ট্রান্সমিটেট ডিজিজ’ (এসটিডি) বা যৌনরোগ নির্মূল করতে পারে এমন অ্যান্টিবায়োটিক শীঘ্রই আসতে চলেছে বাজারে।