আলী হুসেনের ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা মেলেনি’: তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের এক প্রার্থীকে ‘গণধর্ষণের হুমকি’ দেওয়া আলী হুসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তথ্যানুসন্ধান কমিটির সদস্য শেহরীন আমিন ভূঁইয়া।
তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ হাতে আসেনি, যাতে আমরা তার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাব।