প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মৎস্য ভবনের সামনে অবরোধ
রাজধানীর মৎস্য ভবনের সামনে অবরোধ করেছেন বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনসহ নানা স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন শত শত বুয়েট শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা মৎস্য ভবন গোলচত্বরে আসেন। এ সময় এই সড়কের যান চলাচল পুরা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।