আগামিকাল বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আগামিকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এই নোট চলবে। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ টাকার নতুন নোট বাজারে যুক্ত হচ্ছে।