বিনামূল্যে দুই লাখ টাকার আইটি প্রশিক্ষণের সুযোগ
নন-আইটি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য সুখবর—ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আবারও আইটি স্কলারশিপ দিচ্ছে। এই প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা
এই প্রোগ্রামে নির্বাচিতরা সম্পূর্ণ বিনামূল্যে সাড়ে ৮ মাস মেয়াদি আইটি প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের আর্থিক মূল্য প্রায় দুই লাখ টাকা। সফলভাবে কোর্স শেষ করলে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান। কোর্স সম্পন্নকারীদের মধ্যে ইতিমধ্যে ৯২ শতাংশ কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত।
আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (জেদ্দা, সৌদি আরব) এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। ১৯ বছর ধরে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১৭,২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা বর্তমানে বিশ্বের ৩,২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।