মহাকাশে সুপারকম্পিউটার: প্রযুক্তির নতুন যুগে চীন
আবারও প্রযুক্তির দুনিয়ায় চমক দেখিয়েছে চীন। পৃথিবীর গণ্ডি পেরিয়ে এবার মহাকাশে গড়ে তুলছে একটি সুপারকম্পিউটার স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্টার কম্পিউট’। ইতিমধ্যেই ১২টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়ে এ প্রকল্পের সূচনা করেছে দেশটি। চূড়ান্ত পরিকল্পনা আরও বড়, ২,৮০০ স্যাটেলাইট নিয়ে তৈরি হবে এক বিশাল কম্পিউটিং জাল, যার সম্মিলিত শক্তি ১০০০ পেটা অপারেশন পার সেকেন্ড! খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।