শেখ হাসিনার প্লট দুর্নীতি: রাজউক কর্মকর্তা আত্মসমর্পণ করেও ফিরে গেলেন
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে করা দুদকের ৩ মামলায় সাবেক সদস্য (স্টেট ও ভূমি) রাজউক কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম আত্মসমর্পণের দরখাস্ত দিয়েও ফিরে গেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
এদিন মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি খুরশীদ আলমের পক্ষে আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন। তবে বিচারক এজলাসে ওঠার আগেই তিনি আদালত এলাকা ত্যাগ করে চলে যান।