বাংলাদেশ ইসলামিক গেমসে টেবিল টেনিসের ফাইনালে
সৌদিতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে বাংলাদেশ বাহরাইনের সঙ্গে ৩-১ সেটে জয় তুলে নেয়। একই দিনে বাংলাদেশ সময় রাতে তুরস্কের বিপক্ষে হবে ফাইনাল।
আমাদের দেশের পক্ষ থেকে খেলেছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেম ১৩-১১ পয়েন্টে বাংলাদেশ জিতেছে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেম ১২-১০ পয়েন্টে বাংলাদেশ আবার লিড নেয়। চতুর্থ গেমে বাহরাইন লড়াই করলেও বাংলাদেশ ১১-৩ পয়েন্টে জয় পায়।