বিসিবি ক্রিকেটারদের নানাভাবে অপদস্ত করেছে: তামিম
গতকাল সকাল থেকেই হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের আনাগোনা। এমনিতেও তারা আসেন, তবে সেটা অনুশীলন করতে। কিন্তু এদিন দেখা গেলো একে একে তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, সাব্বির রহমানরা মাঠে এসেই চলে গেলেন বিসিবি একাডেমি ভবনে। এরপর দুপুর গড়াতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে শুরু হয় তাদের বৈঠক। প্রায় ৪ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে সন্ধ্যার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল দাবি করেন, গত ২-৩ মাসে বেশ কয়েকটি ঘটনায় বিসিবি ক্রিকেটারদের নানাভাবে অপদস্ত করেছে।