আর্কাইভ
লগইন
হোম
বিপিএল
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবলের সব ম্যাচ স্থগিত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলীয়সূত্রে নিশ্চিত করা হয়েছে। দেশের শীর্ষ এই রাজনীতিকের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। তার ইন্তেকালে দেশের ক্রীড়াঙ্গনও কার্যত স্থবির হয়ে পড়েছে। আজ ক্রিকেট ও ফুটবলের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের ক্রীড়া অঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের নির্ধারিত বিপিএলের ২টি ম্যাচ স্থগিত করেছে। সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ ২টি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোকসন্তপ্ত পরিস্থিতির কারণে সেগুলো আর মাঠে গড়াচ্ছে না।
34 মিনিট আগে
ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি
ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি
2025-10-13
বিসিবির ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত আসরের ফিক্সিং তদন্তে ১৮-২০ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। তাদের নামসহ একটি প্রাথমিক প্রতিবেদন ইতিমধ্যে বোর্ডে জমা পড়েছে। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন ১২তম আসর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে চায়। একজন সিনিয়র বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু প্রতিবেদনটি এখনো প্রকাশিত হয়নি, তাই কারও নাম আনুষ্ঠানিকভাবে বলা হবে না। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যেন তারা ঐসব খেলোয়াড় বা কর্মকর্তাকে দলে না নেয়।’ তিনি আরও যোগ করেন, ‘বিতর্কিত কেউ যেন বিপিএলের অংশ না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।’