সোমবার ডা. জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি
দুদকের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের হাইকোর্টে করা আপিলের পরবর্তী শুনানি হবে আগামী সোমবার (২৬ মে)।
গত বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আপিলের প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির এই দিন ধার্য করে আদেশ দেয়।