২৩১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দল
অবিশ্বাস্য এক ইতিহাস তৈরি হয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। পাকিস্তান টেলিভিশন বা পিটিভি মাত্র ৪০ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতে গেছে! প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এখন পর্যন্ত সবচেয়ে কম রান ডিফেন্ড করার নতুন বিশ্ব রেকর্ড।
এই ম্যাচে প্রতিপক্ষ ছিল সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড বা এসএনজিপিএল। ম্যাচটি হয় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। টস জিতে পিটিভি ব্যাটিং নেয়। আমাদ বাট অপরাজিত ৪৬ রান করেন। পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। এসএনজিপিএলের পক্ষে শেহজাদ গুল নেন ৪ উইকেট।