স্বামীকে গলা টিপে হত্যা: স্ত্রী-পরকীয়া প্রেমিক আটক
বরগুনা জেলার বামনা উপজেলায় মো. আবদুল জলিল (৪৫) নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যার খবর পাওয়া গেছে। এই ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিনকে (৩০) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক জলিলকে গলা টিপে হত্যা করেছে বলে জানা গেছে। জলিলের সংসারে ৫ সন্তান রয়েছে। জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।