ই-জ্বালানিতে অভূতপূর্ব সাফল্য, সস্তা হবে বিদ্যুৎ
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে বর্তমান বিশ্ব। এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে সিন্থেটিক ফুয়েল বা ই-জ্বালানি। সম্প্রতি ই-জ্বালানিতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তাই এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে বর্তমানে শুধু চিলির এক পাইলট প্ল্যান্টেই এই জ্বালানি উৎপাদন করা হচ্ছে। যেখানে গাড়ি নির্মাতা পোর্শে আপাতত এই জ্বালানির মূল ক্রেতা।
ই-ফুয়েল উৎপাদিত হচ্ছে চিলির মাগেইয়ানিসে অবস্থিত হারু ওনি পাইলট প্ল্যান্টে। ২০২২ সাল থেকে এটি চালু রয়েছে এবং প্রতিবছর এক লাখ ৩০ হাজার টন জ্বালানি উৎপাদন করছে।