দুই জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুরের ‘লাইফ ইজ বিউটিফুল’
দেশের চলচ্চিত্র ও নাটকের জীবন্ত দুই কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। তারা দুইজনই অভিনয় জীবনের পথচলায় বহু নাটকে, সিনেমায় অভিনয় করেছেন। তারা এখনো অভিনয়ে সরব। দুইজন একসঙ্গেও সিনেমা, নাটকে অভিনয় করেছেন। আবারও তারা দুইজন একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। কয়েকদিন পূর্বেই টানা তিনদিনের নাটকটির শুটিং-এর কাজ শেষ করেছেন চয়নিকা চৌধুরী।