ভক্তদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি
ঢালিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তিনি দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকা। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ঐ ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান।
ভিডিওটি মূলতঃ পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ। সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রঙের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে।