ইসরায়েল যথাযথ পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল গাজার বর্তমান পরিস্থিতির ইতি টানতে যথাযথ পদক্ষেপ না নিলে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তিনি আরও বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, দীর্ঘমেয়াদি শান্তির প্রতিশ্রুতি দিতে হবে, যা দুই-রাষ্ট্র সমাধানে পৌঁছাবে।
গাজায় জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করতে দিতে হবে। এই শর্তপূরণ না হলে সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।