মিরাজ এখন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে
বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়। মিরাজের ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা।
আজ বুধবার (০৭ মে) ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২৭ বর্ষী তারকা সেখানেই পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে। তালিকায় ৫ নম্বরে আছেন সাকিব আল হাসান।