দেশের টিকার ঘাটতি সফলভাবে মোকাবিলা করেছি: ডা. সায়েদুর রহমান
দেশে টিকার যে ঘাটতি দেখা দিয়েছিল তা সফলভাবে মোকাবিলা করেছি উল্লেখ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সার্বিক সহযোগিতায় বাংলাদেশে টিকা কার্যক্রমের সাফল্য, প্রেক্ষিত, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।