আংশিক খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে গত সোমবার নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
পাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল।
শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারের বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছে, এবং ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, চামান সীমান্ত আপাতত কেবল বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের যাতায়াত এখনো নিষিদ্ধ।
উভয় দেশের কাস্টমস ও বাণিজ্য কর্মকর্তারা সীমান্তে উপস্থিত থেকে নিয়ন্ত্রিত চলাচল তদারকি করছেন। আপাতত শুধু খালি ট্রাকগুলোকেই আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আফগান চালকদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক।