আর্কাইভ
লগইন
হোম
মারজুক রাসেল
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
গান, কবিতা, অভিনয়- সব জায়গাতেই যার পদচারণা তিনি হলেন মারজুক রাসেল। ৫২ বছর বয়সেও ‘কেন তিনি এখনো বিয়ে করেননি?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। মারজুক জানান, আসলে কারও সঙ্গে তার টিউন মেলেনি, তাই বিয়ের বন্ধনে জড়ানো হয়নি। ১৯৯৬ সালে একবার চেষ্টা করেছিলেন দাম্পত্য জীবনে জড়াতে, কিন্তু ম্যাচ না হওয়ায় সেটা ভেস্তে যায়। তার কথায়, ম্যাচ না করলে জোর করে ম্যাচ করাইয়া সারাজীবন ক্যাচক্যাচ-ঘ্যাচঘ্যাচ কইরা যাওয়ায় আমি আগ্রহী নই। নারীসঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, জীবনে নারীসঙ্গী অটো থাকে, এটা ন্যাচারাল। যেমন একটা গাছকে আপনি জিজ্ঞেস করতে পারেন না, তার নারীসঙ্গী বা পুরুষসঙ্গী কে। নারী ছাড়া আমি জন্মাইতেও পারব না, পুরুষও না।
14 ঘন্টা আগে