আর্কাইভ
লগইন
হোম
ফরিদপুর
ফরিদপুরে জেমসের কনসার্টে ইট নিক্ষেপে অনুষ্ঠান পণ্ড আহত ২৫ জন
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে জনপ্রিয় ব্যান্ডতারকা ও সংগীতশিল্পী জেমসের অনুষ্ঠানটি উচ্ছৃঙ্খল জনতার হামলায় পণ্ড হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বর্ষপূর্তি অনুষ্ঠানে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল। জানা গেছে, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে একদল উচ্ছৃঙ্খল মানুষ। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।
2 দিন আগে
বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা
বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা
2025-11-05
রাজধানী ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ধরনভেদে ১২০ টাকায়। এক সপ্তাহ আগেও এসব পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা, কিছু জায়গায় ৭৫ টাকায়ও বিক্রি হয়েছে। আজ বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেটের তেজতুরী বাজার ও মোহাম্মদপুরের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। মিরপুর-২ নম্বরের খুচরা পেঁয়াজ বিক্রেতা আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এক সপ্তাহ আগে ভালো মানের পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করেছি। পাবনা ও রাজশাহীর পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি করতাম। একটু খারাপ মানেরগুলো ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি করেছি। পাইকারি বাজার থেকে কিনতাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। এখন একই পেঁয়াজ পাইকারি বাজারে ৯৮ থেকে ধরনভেদে ১১০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। তাই খুচরায় দাম বাড়াতে হচ্ছে। তিনি আরও বলেন, আমরা বেশি দামে কিনছি, তাই খরচ ও সামান্য লাভ রেখে বিক্রি করছি।
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
2025-10-23
সহপাঠী ও বন্ধু আমির হামজার (১৩) কাছ থেকে প্রায়ই টাকা ধার নিহত ফরহাদ রেজা (১৬)। সর্বশেষ সে ৫০ টাকা ধার নিয়েছিল। তার মধ্যে ৩০ টাকা পরিশোধও করেছিল। কিন্তু বাকি থাকা ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুইজন তর্ক-বিতর্ক করতে করতে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে হামজার গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ফরহাদ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিমখানায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঐ কিশোরের (হত্যাকারী) ব্যবহৃত একটি কাঁথার সূত্র ধরে এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান।