২০০ গাড়ি কেনা হচ্ছে পুলিশের জন্য
গত বছরের জুলাই আন্দোলনে আগুনে পুড়ে যাওয়া পুলিশের গাড়ির ঘাটতি পূরণে ২০০ পিকআপ কেনা হচ্ছে। এ প্রস্তাবসহ ৪টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির পৃথক সভায় সার, এলএনজি আমদানিসহ তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ২,২৪৪ কোটি টাকা। এছাড়া ঐ বৈঠকে বিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত মামলা আদালতের বাইরে মেডিয়েশনে ২ কোটি ডলারে সমঝোতা হয়। এজন্য ঐ পরিমাণ মার্কিন ডলার সংস্থানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।